ক্লান্ত শরীর ব্যাস্ত যখন আরাম খুঁজতে, দেখি বিছানা ময় তুমি। তোমার অশরীরি ঊপস্হিতি আমায় করলো কোণঠাসা, তবু ও তোমাকে চাই।
ওগো রাত জাগানিয়া, তোমার সঙ্গে মিশবো বলে, আজ নিদ্রা বিরাম। এ কোণ থেকে ও কোণ, শুধু মাখা মাখি— তোমার জন্য সব গন্ন্জনা মেনে নিলাম ।
জানি তোমার অভিমান কঠিন, তাই তো বলি সাহস করে একদিন সকালে এসো,থেকো অনেক্ষণ। কিন্তু আজ তুমি অনন্য।প্রখর দিপ্তিময়। তুমি রাত্রি রোদ,এক সিক্ত দিনের আরাম।কালো ভরাট সাদা। তোমাকে অবহেলা করে সাধ্য কার?
আজ তুমি অভিসারি রংমশাল, পাগলির অবাক চক্ষু বিহার, কনো কবির কলমেস্নিগ্ধ মহোময় সৃষ্টি, তুমি ধার দাও সপ্ন, জাগাও বাসনা। তোমাকে চিনবে বলে বিজ্ঞানী পাঠায় মহাকাশযান ।তবুও তুমি ধরা দিলে আজ।
আমি গভীর রাতের নিসঙ্গ মিলন পিয়সী, তোমার নিশুতি অবির্ভাব,আমার বড্ড প্রিয়। তোমার এই নিঃশব্দ ঘর প্রবেশ, এই অন্তরঙ্গ বিমূর্ত আলিঙ্গনে, আমার হৃদয় নেয় নিশ্বাস।
তারা-গোনা মনে,কেবলই খুশির কলরব— পূর্ণ চন্দ্র জোৎস্না,চলো আজ আমরা মিলি।।
Comments
No comments found.