আজকে তুমি ঝমঝমিয়ে আমার পাড়া,প্রখর দুপুর ঘনিয়ে এলো সন্ধ্যে-ধাঁধা,ডালে,পাতায় জলক্ষরন তরঙ্গের সুরে রাঁধা,বিব্রত এক ভিজে শালিক ইতি উতি খুঁজছে বাসা।যখন,কাছের চাঁপা তোমার সঙ্গে মিলবে বলেহাত বাড়ালো আকাশপানে-আলিঙ্গনে বাঁধলে তুমি মখমলি ওই গোলাপী সাদা।টুপ টাপ টুপ সুর বেঁধেছ ছাতের সোপান,হৃদ-সেতার আজ মল্হার মীড় সাধে গোপন,মেঘের সাথে পাল্লা দিয়ে পক্ষি উড়ান,মন ভেসে চল ইচ্ছে-ডানায় লাগল তুফান।
বৃষ্টি তুমি বন্ধু জানি খামখেয়ালের,মোন-ফেরারের ঠিকানা ও যে— তোমার কাছে।।
Save my name, email, and website in this browser for the next time I comment.
Comments
No comments found.