ভেবেছিলাম, এক পৃথিবী ভোরব মুঠোয় আকাশ হবে চেনা, মেঘের খাতায় নাম লেখাবো তারা-পথ আনাগোনা। শৈশবে যা স্বপ্ন ছিল কৈশোরে তা ভ্রম, প্রাপ্ত বয়স পেরিয়ে দেখি সবই পন্ডশ্রম। এক পৃথিবী! কথায় কে সে এক চিলতে জীবন- তাই নিয়ে যে সমর কেবল, কাটছে যেমন তেমন। বুদ্ধ যখন ট্র্যাফিক জ্যামে জীবন সংশয়, বাহিরপথ রুদ্ধ, তখন অন্তরই আশ্রয়। চেষ্টা চলে ছড়ায়,ছড়ায় ভরল ঘড়া কি? ‘সাধু’ ‘সাধু’ দুয়েক বারেই ভাবলো কবি কি? চলার পথে মাঝ-জীবনে হঠাৎ পাওনা-টাকে আষ্টে পিষ্টে বন্দি করে সাজাই অন্দরেতে। ছড়া তো দেখে হেঁসেই খুনবলে,’একটু রোশো- পথ চলা যে অনেক বাকি বলি তোমায় শোনো,’ আমি বলি,’বুদ্ধ শেষে রাস্তা পেল ফাঁকা, জীবন গাড়ি চল্লেই হল— আর নাই কোন চাওয়া পাওয়া।।
Comments
No comments found.