বসারঘর লাগোয়া ছোট্ট ফালি, ভোরবেলা এসে সেখানেই রোজ বসি।
পাড়ি দেওয়া মেঘ সাদা কালো ওই, চায়ের কাপের ধোঁয়া ছুঁই ছুঁই এক ঝাঁক পাখি খবর দিল, পূবদিকে সেই হঠাৎ আলো- সকাল টাকে চিনিয়ে দিতে ভরল দিক্ বিদিক।
কাজের ফাঁকে একটু সময় মেঘ যখন সে বৃষ্টি পাঠায় , ভিজিয়ে দিয়ে চেয়ার, কুশন্ মাটির গন্ধে মাতিয়ে যখন শৈশবে সেই রবির গাঁজন করায় মনে আজ। ‘বিতান’ খুলি নিজের খেয়াল গুনগুনিয়ে বারান্দাটায়ে, মেঘের দলও মুচকি হেঁসে সুর ভাঁজে শেষটায়।
সন্ধে হল সূর্য্যি নামে পাটে- বসি এসে সেই বারান্দাতে, চায়ের ধোঁয়া ব্যাস্ত কেবল তখন পেরিয়ে যাওয়া মেঘের খবর নিতে! মেঘের বাড়ির পেয়েছে কি সন্ধান? জানায় যদি অবকাশে একবার, চায়ের কাপ বাড়িয়ে দিয়ে দুই সই পাতবো মেঘের সাথে ওই,
বসার ঘরের লাগোয়া দেখা যায়— দেবো জমিয়ে আড্ডা মেঘ বারান্দায়।।
Comments
No comments found.