ভাবিনি কখনোতোমায় দেখব এত কাছ থেকে,তুমি দেবে তাল আমার সব সুরে,উড়বে আবেগ বন্ধু হবে তুমি,স্বপ্ন দেখার আধার হবে শেষে।পাঠ্য ছিলে নিতান্ত অগোচরে,শরৎ,রবি নিছক কাব্য করে,সন্ধি- সমাস নিয়মের প্রয়োজনে,জীবন কি আর ব্যাকরণ মেনে চলে?তাই সব কটা জানালা খুলে আজআমি বাংলার কথা বলি,মোদের গরব, মোদের আশা তুমিরক্তে রাঙা একুশে ফেব্রুয়ারি ।সেদিন তুমি মায়ের আসন নিলেক্রোড় শূণ্য, তোমার জন্য লড়াই,তোমার জন্য ‘ভাষা দিবস’ পালন—বাংলা ভাষা তোমারে ‘সেলাম’ জানাই।
Save my name, email, and website in this browser for the next time I comment.
Comments
No comments found.