দুই মন যখন আলিঙ্গনে বদ্ধ-বলেছিল,”ভালোবাসি”।মনে মনে। হৃদপিন্ড যখন কান্নার মত সন্চালন করে রক্ত, দেহ ভরে অবসাদে,ঝিম হ’য়ে মাথা।বিষাদ বয়ে চলে, ধমনি রাখে ভালোবাসার ছাপ।বৃষ্টি তো অকারণ নয়, নিবদ্ধ মন কেন বাজে অসহায়, আশা উঁকি মারেশংকাহীন দামাল শিশু যেন,বোঝেনা কারণ, মানে না বারন।ভিজে হাওয়া বোলায় তার হাততুলো মন ডুবছে জলভার,নিরাশাবিদ্ধ মন খোঁজে সেই অবসর-তবু,জীবন যুদ্ধে মানবো না হার অকারণ।ফোয়ারা সাজিয়ে সকট নিয়েছে বাঁক,চলেছে তারাও দুপ্রান্তে, সমরাঙ্গন রাজি।সুখে আছে যারা আজও তারা সুখে থাক,শান্ত দু মোন,আছি মেঘের কাছাকাছি ।ম্লান দেওয়াল, স্যাঁতস্যাঁতে ভিজে ঘর,ফুটো ছাত আর থৈথৈ মেঝে ভর,স্বপ্ন বিহার থাকুক জীবন ভাঁজ-
দেওয়াল-গাঁথা পেরেখ দুটির গল্প বলি আজ।।
Save my name, email, and website in this browser for the next time I comment.
Comments
No comments found.