রুদ্ধ শ্বাস ছুটে চলা মরিচীকা জীবন আর কেবলই হাতছানি দেওয়া অবসর। অবসর অবশ্য আজ এসেছে— তবে পাহাড় বেরোনো , রেস্তরাঁ উপভোগ করা নয়, এক পিন পড়া নি:শব্দ অবসর। এ অবসরে বই সাথি,এ অবসরে সাথি পরিবার, কারো সাথি নি:সঙ্গতা, আর সবার সাথি ‘নিজে’— সময় যে এখন অনেক! সময় এক ছট্ট বিরতির, হয়ত সময়, একবার পিছনে ফেরার, বা কিছু ভুল সুধরে নেওয়ার, আর সময় নিজেকে ফিরে পাওয়ার…
Comments
No comments found.