মন আজ তোর ঘুরির সাথে গাঁট, চলছে বেঁকে হাওয়ার সাঙ্গে আপোশ, আলাদিন তার ফরাশ দিয়েছে ধার, চলছি ভেসে,সে কি আমার দোষ? যেতে যেতে পথে মেঘের সাথে দেখা, বললো হেঁসে,”আমার বাড়ি ঢোক”, আমার ঠিকানা আজ যে অন্য দিকে-বললাম,”ভাই, আর এক দিন হোক”। ডানা ঝাপটিয়ে পরিজায়ি এক পাখি, “পা চালাও, অনেকটা পথ বাকি-“ মুচকি হেঁসে জায়গা দিলাম তাকে, আমার যে আজ সারাদিন ফাঁকি। হঠাৎ টোকা,বলছে হাওয়া কানে,“ নিয়ম মেনে চল আমার সনে”, উত্তর তাকে দেবনা আমি কিছুই, নিয়ম ভাঙার কারণ মন যে জানে। ‘মেসেঙজার বক্স’ ভরা গন্ধে তোর,বানান ভুল, ‘টাইপো’ আমি তা বুঝি, তা বলে কি বদলে গেছে সব—পুরনো সেই আগের অনুভূতি?!
Comments
No comments found.