দিনটা আজ মফসলি মনটা বাউল।হলুদ সবুজ ফেকাশে তবু টান অবিরাম,নিঃশাসহীন বাতাস, অবাক চোখের শালিক,বাতাসে দোল খাওয়া আলগা কেবিল—যেন অপেক্ষায়,এক মন এলোমেলো করা দমকা হাওয়া—উড়ে যাওয়া পরদা,দূরের সজনে গাছটার জোর নালিশকেমন যেন ইঙ্গিতবহ।ঠিক তখনই বেজে ওঠে মাটির ঢোল—টুপ —টাপ —টুপ সনসনে হাওয়ার সঙ্গতে পৃথিবী আজ মন্চ, যেন সুর রাঁধছেন তানের শেষে সেন,খামখেয়ালি মন খুলে ফেলে ফর্দ, গড়িয়ে পড়ে ইচ্ছে—রূপকথার ইচ্ছেরা,জমে থাকা চুপকথারা,ভাবনা দোল খায়ে মনের দোলনায়,আধ ফোটা কলিগুলোর আজ হাসার পালা, ফুটার সময়, মন রাখার ব্যস্ততা,আবছা কাঁচ,ধুসর দৃষ্টি, দলছুট স্মৃতি,আলগা মনটাও আজ লাল-ফিতে বেমানান, যেন রামধনু মেখে ময়ুর পেখমকে টাক্কা…..খোলা জানলা, বৃষ্টির ছাঁট,মল্হার তখন ঝালা, নাচের তালে আলোর খেলা বাইরের ছায়া, থৈথৈ ঘর, অগোছালো ভাবকাজ শেষের তাড়া—তবু বেতারে আজ বৈঠকী মেজাজখানুম তুমি ফরিদা, যখন গেয়ে ওঠো—“ আজ যানে কি জিদ না করো”…..অনেক না পাওয়ার মধ্যে যেন ভীষণ এক পাওয়ার আশ্বাস,লোভি ,ভয়ানক লোভি মনটা আজ শান্ত, তরল,ভেজা —
ঠিক যেমন বৃষ্টি…….
Save my name, email, and website in this browser for the next time I comment.
Comments
No comments found.