দিনের চাদর মুড়ি দিয়ে রাত এলো ধানের শীষে দোলে হাওয়ার আদর— না, কনো চিত্রকরের তুলির টান নয় তবে কিছু কথা বলে রাত—
দূর আকাশ তারাদের মিলন ভেলা আমি ছাতনা তলার একমাত্র বাসিন্দা মানুষের পৃথিবী থেকে বিচ্ছিন্ন, একা… চাঁদের নদী আর ঝিরিঝিরি হাওয়া টুকরো করা আকাশগুঁড়ি আমার আহত নিঃশ্বাস জুড়ে, কানে নিঃশব্দ সুর, মাটির গুনগুন, মনে উত্তাল মায়াসমুদ্র—
Comments
No comments found.