॥আচারি স্বপ্ন॥

Dream

এক সুন্দর স্বপ্নর হদিশ

দিনের চাদর মুড়ি দিয়ে রাত এলো
ধানের শীষে দোলে হাওয়ার আদর—
না, কনো চিত্রকরের তুলির টান নয়
তবে কিছু কথা বলে রাত—

দূর আকাশ তারাদের মিলন ভেলা
আমি ছাতনা তলার একমাত্র বাসিন্দা
মানুষের পৃথিবী থেকে বিচ্ছিন্ন, একা…
চাঁদের নদী আর ঝিরিঝিরি হাওয়া
টুকরো করা আকাশগুঁড়ি আমার 
আহত নিঃশ্বাস জুড়ে,
কানে নিঃশব্দ সুর, মাটির গুনগুন,
মনে উত্তাল মায়াসমুদ্র—

আমার শক্ত মুঠোয় চাদরের খুঁটি
ঠোঁট ঠাই দেয় ঘাম,
ভাঙা ছাদের ঘ্যাঙর ঘ্যাঙর ক্লান্ত ব্লেড….

খোলা জানলায় তখন রঙের খেলা
আলোর বিচ্ছুরণ, রাতের পাখির গাঢ়
আকাশে চাঁদ-স্নান ,
জীবন্ত হয়ে ওঠা কবির ইচ্ছে
আকাশের মাটিতে ফোটায় ফুল,
সদ্যজাত কুঁড়িগুলোর শিশু-চোখে
পৃথিবী মানসচিত্র গঠন — অপেক্ষা বৃষ্টি
হওয়ার, চাঁদের আঁচল খোসে নদী হওয়ার….

মন-বেতারে বেজে ওঠা,”ফুল সে হাসিতে
হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়….”

আলোক সাগরের ঢেউ ছুঁয়ে আলতো
ভোরের প্রবেশ, আলোর তীক্ষ্ন বাণ
দুলন্ত পাতার শিরায় শিরায়
আড়মোড়া ভেঙে জেগে ওঠে শিশুর চোখ-

চোখের মুঠোয় এক আচারি স্বপ্ন……

#Abstract
#dream
#Imagination
#Life
#Mental Health
Comments
No comments found.

Leave a comment

Elysian The Spoken Words–1st Episode

Raincoat Window

Seeds of Dissociation

Because My Thoughts are Hands

Dream.Dream.Dream

The Meeting

Monoreena Acharjee Majumdar

॥আচারি স্বপ্ন॥

Monoreena Acharjee Majumdar

Collection of Haibun and Happy Reading Hours

Monoreena Acharjee Majumdar

Toba Tek Singh

Monoreena Acharjee Majumdar

Love They Say

Monoreena Acharjee Majumdar