দ্বিতীয় সূর্য্যের দেশে বৃষ্টি ও আহত। শব্দরা জব্দ কুয়াশার খোঁজে, শুধু নদী বেয়ে চলে ভাটিয়ালি। যদি হাসতে বলো তাহলে দু এক কলি গান ও গাইব, যেমন বাঁধ ভাঙ্গা চাঁদ হাসে তারার সঙ্গতে, বাতাসের সঙ্গে পাতার ঝিরিঝিরি কথপোকথন । সংবাদ, স্লোগান, মিছিলের বুনুনি, সোচ্চার গলা আজ লাশকাটা ঘরুণী। কেবল নীরবতা ছুটে বেড়ায় ভাষার সন্ধানে— বাংলা তোমায় কিবা দেব নীরবতা ছাড়া, কথা আজ বাধা থাক ভাষার জঞ্জালে॥
Comments
No comments found.