নয়নতারা তুমি সাদামাটা,না, গোলাপ নও, নও গাঁদাডালিয়া, ক্রিসেন্থিমাম সেতো বৈঠকখানার শোভা—নয়নতারা, তুমি আটপৌরে।নয়নতারা,তুমি অদামীপড়ে থাকো বাগানের এক কোণে,নেই সার, জল নেইশুধু গনগনে আগুন টুকু আছে ,তার পানে ধেয়ে যাও গোগ্রাসে—নয়নতারা তুমি নয় দামি।
নয়নতারা তুমি উচ্চাকাঙ্ক্ষী,বাহারের মাঝে সাধারণতবু তুমি ফুঁডে্ ওঠো, ছড়িয়ে দাও নিজেকেএক চিলতে রোদের তাগিদে,বাঁচার আশায়—নয়নতারা তুমি নাছোড়।
নয়নতারা তুমি অবান্ছিত,তবু ও ঝড়ের রাতে,যখন ঝরে যায় পোশাকি ফুলআর ঋতুর আবর্তে খাঁ-খাঁ করে বাগান,অসময়ের বৃষ্টি জমা জলেদেখি তোমারই ছায়া—নয়নতারা তুমি লড়াকু।নয়নতারা তুমি অদরকারী,তবু আবশ্যক তুমি গৃহ্য বাগানে—
নয়নতারা,তুমিও দামি।।
Save my name, email, and website in this browser for the next time I comment.
Comments
No comments found.