রাত আঁধারে খুনসুটি আজ রাস্তা পাতে কান, খবর গেল মেঘের কাছে চাঁদ তারা অভিমান। চাঁদ দপ্তর ব্যস্ত এখন স্বপ্ন হিসেব নিতে, জুরি গাড়ী টহল শেষে জোট আঁধারের সাথে। হিসেব মেলা মুশকিল আজ, যতই মেলাক খাতা দুই পাতা আর এক না হলে স্বপ্ন বসাবে কোথা। রাত জাগা চোখ কেবল ছোটে অন্ধকারের দিকে, মন গভীরে স্বাদ বড় যে– হাত রাখবে রাতের হাতে। আস্তর আজ বিঁধছে ভীষণ ছটফটানির দেশ, অর্জিত বায়ু রুদ্ধতা যত হিম করা পরিবেশ, রাতের পাখি বার্তা পাঠায় রাত আলো কে ঠেস- হাত বাড়ালেই রাত-সঙ্গী মিলি তার সাথে শেষ মেশ। মনে বিশ্বাস তারার ঠিকানা খুঁজে দেবে শেষটা, না বোজা পাতা আঁকড়ে ধরে স্বপ্ন রেজাইটা।।
Comments
No comments found.