॥আসছেন॥
আকাশের যে খানিকটাআমার জানলাকে ফালি করে, আজ তা বেজায় নীল,মেঘের টুকরো যেন মুঠো বন্দি সাদা তুলো,একটু চাপ দিলেই, ঝরে পড়বে হাসি,হিমশুরুর দিনে ঝলমলে রবিরব্যস্তবাগীশ আকাশ পথে পায়চারি, নভ নদীর চর শুস্ক,চাঁদ তারা বিছিয়েছে তাদেরঘুমন্ত চাদর,মুখ ঢেকেছে শিশির ধোয়া ঘাসে,দূরের পাল তোলা জাহাজ তারমুক্ত প্রাণের আভাস ছড়ায়শূণ্যে— “তোমার খোলা হাওয়ালাগিয়ে পালে….” টুকরো কাছি ডুব দেয় মন মহুয়ায়, সুবাসে মাতে ভুবন,তবু,এতো […]