॥নয়নতারা॥
নয়নতারা তুমি সাদামাটা,না, গোলাপ নও, নও গাঁদাডালিয়া, ক্রিসেন্থিমাম সেতো বৈঠকখানার শোভা—নয়নতারা, তুমি আটপৌরে। নয়নতারা,তুমি অদামীপড়ে থাকো বাগানের এক কোণে,নেই সার, জল নেইশুধু গনগনে আগুন টুকু আছে ,তার পানে ধেয়ে যাও গোগ্রাসে—নয়নতারা তুমি নয় দামি। নয়নতারা তুমি উচ্চাকাঙ্ক্ষী,বাহারের মাঝে সাধারণতবু তুমি ফুঁডে্ ওঠো, ছড়িয়ে দাও নিজেকেএক চিলতে রোদের তাগিদে,বাঁচার আশায়—নয়নতারা তুমি নাছোড়। নয়নতারা তুমি অবান্ছিত,তবু ও ঝড়ের রাতে,যখন […]