॥এই বেশ ভালো আছি॥
এই বেশ ভালো আছি–সারাহীন সকাল, সোনা রোদকখন বা এক পশলা বৃষ্টি,মাঝে মাঝে আকাশে কলরব, ও নীচে থমকে যাওয়া পৃথিবী। কারণ আমরা যে শুনিনি— শুনিনি ছিন্ন বটের দীর্ঘ শ্বাস ,শুনিনি লুপ্ত প্রাণীর আর্তনাদ,শুনিনি ‘গ্লোবাল ওয়ারমিং’দামামা,শুনিনি শ্রান্ত মনের আকুতি— রুদ্ধ শ্বাস ছুটে চলা মরিচীকা জীবনআর কেবলই হাতছানি দেওয়া অবসর।অবসর অবশ্য আজ এসেছে—তবে পাহাড় বেরোনো , রেস্তরাঁ উপভোগ করা নয়,এক […]