॥শহর॥
আমার বাড়ীর পাশে তোমার শহর,শরীর ভেদ করে টান টান আলো,এখানে রামধনুর ফুল ফোটে না,কেবল গভীরের আনাগোনা —অন্ধকারে হরিণীর চোখ।ধাবমান রাস্তার বাঁকে আমার নদী,জলে ভেজা শহরের মৃত গলি সম্মত, শুধু অপেক্ষা শরীরের ত্রিপাশ্র্ব কাচ হওয়ার,আলোকে টুকরো টুকরো করে রামধনু দেখবার॥