॥মেঘবারান্দা॥
বসারঘর লাগোয়া ছোট্ট ফালি,ভোরবেলা এসে সেখানেই রোজ বসি। পাড়ি দেওয়া মেঘ সাদা কালো ওই, চায়ের কাপের ধোঁয়া ছুঁই ছুঁইএক ঝাঁক পাখি খবর দিল,পূবদিকে সেই হঠাৎ আলো-সকাল টাকে চিনিয়ে দিতেভরল দিক্ বিদিক। কাজের ফাঁকে একটু সময় মেঘ যখন সে বৃষ্টি পাঠায় ,ভিজিয়ে দিয়ে চেয়ার, কুশন্মাটির গন্ধে মাতিয়ে যখনশৈশবে সেই রবির গাঁজনকরায় মনে আজ।‘বিতান’ খুলি নিজের খেয়ালগুনগুনিয়ে বারান্দাটায়ে,মেঘের দলও […]